Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mobile Court against unauthorised horn of vehicle
Details

অদ্য ২১ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ রোজ মঙ্গলবার জেলা প্রশাসন রংপুর ও পরিবেশ অধিদপ্তর রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার সদর উপজেলার আরকে রোডস্হ ইসলামবাগ এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহারের অভিযোগে একটি বাস ও একটি ট্রাকের ড্রাইভারকে ১০০০/-( এক হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ০৪(চার) টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং অনুমোদিত মাত্রার বাহিরে শব্দ মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। পুলিশ বিভাগ, রংপুর এর একদল‌ পুলিশ সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সক্রিয়ভাবে সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর রংপুর এর পক্ষ থেকে ''শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প'' এর আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Images
Attachments
Publish Date
21/12/2021
Archieve Date
15/01/2026