২৮ এপ্রিল, ২০২১খ্রি. রোজ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে জুম অনলাইন প্লাটফর্মে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার জনাব মো: আবদুল ওয়াহাব ভূঞা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয় ও পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ মহোদয়। কর্মশালায় সভাপতিত্ব করেন পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রংপুর মহোদয়।এছাড়া রংপুর বিভাগস্থ জেলাসমূহের জেলা প্রশাসকগণ, পুলিশ সুপারগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, গ্রীণ ক্লাব প্রতিনিধি সংযুক্ত ছিলেন। কর্মশালা সঞ্চালনা করেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী ও স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক জনাব মোঃ মেজ-বাবুল আলম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS