শিল্প কারখানার দুষণ নিয়ন্ত্রণ,উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহার উদ্ধুদ্ধ করণ বিষয়ে বিভাগীয় কর্মশালা
Details
অদ্য ০৪/০৯/২০২২ রোববার, পরিবেশ অধিদপ্তর,রংপুর ও জেলা প্রশাসন,রংপুর এর উদ্যোগে জেলা প্রশাসক, রংপুর এর সম্মেলন কক্ষে "শিল্প কারখানার দুষণ নিয়ন্ত্রণ,উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহার উদ্ধুদ্ধ করণ" বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মো: সাবিরুল ইসলাম । পরিবেশ অধিদপ্তর, রংপুরের সম্মানিত বিভাগীয় পরিচালক জনাব সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য প্রদান করেন সম্মানিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব ফজলুল কবীর, অনুষ্ঠানের গেস্ট অব অনার, রংপুর জেলার সন্মানিত জেলা প্রশাসক জনাব মো: আসিব আহসান । কর্মশালার উদ্দেশ্যে নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো: রাইহান হোসেন । সেখানে তিনি পরিবেশ সংক্রান্ত আইন ও বিধিমালা সমুহ তুলে ধরেন । এরপর আলোচনায় অংশ নিয়ে ইট ভাটা মালিক সমিতির সদস্যরা বলেন যে তারা অবৈধভাবে ইটভাটা চালাতে চাইছেন না। তারা কোন উপায়ে ইটভাটা বৈধ করা যায় সে বিষয়ে বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন । রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক তার ক্যাম্পাসের মেডিকেল বর্জ্য স্থানান্তর প্রসঙ্গে কথা বলেন। এছাড়াও রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা ,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আতিউর রহমান, সম্মানিত ডেপুটি সিভিল সার্জন ডা: রুহুল আমিন, রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির আহবায়ক ও পীরগাছা উপজলা চেয়ারম্যান মাহবুবার রহমান, রংপুর জেলার সাধারন সম্পাদক কলেজ শিক্ষক মো: আজিজুল ইসলাম, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক আবু তাহের সরকার, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের সহ সভাপতি অলক সরকার , নীলফামারীর চেম্বার সভাপতি প্রকৌশলী এসএম শফিকুল আলম ডাবলু, নীলফামারী ইটভাটা মালিক সমিতির সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, চ্যানেল আই দিনাজপুর স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, গাইবান্ধা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল লতিফ হক্কানি, পঞ্চগড়ের তেতুলিয়ার পরিবেশ সংগঠক মো: মাহমুদুল ইসলাম সহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগন ।
সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাবিরুল ইসলাম সমাপনি বক্তব্যে সবার উদ্দেশ্যে বলেন যে সময় এবং যুগের চাহিদায় আইন প্রনেতাগণ আইন তৈরি করেন এবং তা মহান জাতীয় সংসদের মাধ্যমে পাশ হয়ে বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসনে চলে আসে । প্রশাসনের কাজ হলো সেই আইন বাস্তবায়ন করা । যে কেউ চাইলেই অবৈধভাবে কোন কাজই করতে পারবেন না । যার যার যেসব সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানের জন্য ৮ জেলার ডিসি, পৌর কর্তৃপক্ষ, সিটি কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দেন তিনি।
এছাড়াও তিনি বলেন যারা প্রকাশ্যে কোন কথা বলতে পারলেন না তারা তার মোবাইলে ম্যাসেস দিয়ে কিম্বা হোয়াটস আপে রংপুর বিভাগের যে কোন দপ্তরের কোন অভিযোগ থাকলে তা জানাতে পারেন । তিনি সেটির গোপন তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবেন ।
তিনি আরো বলেন যে কৃষি প্রধান রংপুর অঞ্চলের কৃষি জমি রক্ষা করে উৎপাদনশীলতা বজায় রেখে কৃষি প্রক্রিয়জাতকরণ শিল্প স্থাপন করে আর্থ সামাজিক উন্নয়ন করতে হবে।এজন্য পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন কাজ করতে হবে। বায়ু,দূষণ,শব্দ দূষন ও পরিবেশ দূষণ না হয় সেজন্য ইটিপি সম্বলিত প্রতিষ্ঠান গড়তে হবে। একই সাথে উন্নত প্রযুক্তির ইটভাটা ও ইটের বিকল্প ব্লক ইট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে হবে। চতুর্থ শিল্প বিল্পব ও টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রকৃতি পরিবেশ সুরক্ষা এবং সব ধরনের দূষণ রোধ ও পরিবেশ আইন কঠোর ভাবে বাস্তবায়নের আহবান জানান।