১৪ জানুয়ারি ২০২১ খ্রিঃ । পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগ এর উপ-পরিচালক জনাব মোঃ হারুন অর রশিদ ও সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলীর উপস্থিতিতে গাইবান্ধা জেলার সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরূদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন RAB-13 এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাইবান্ধা এর একদল চৌকষ সদস্য। এসময় ০৯(নয়) টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৫৮,০০,০০০/- (আটান্ন লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং ০২(দুই) টি ইটভাটা এক্সেভেটর দিয়ে আংশিক গুড়িয়ে দেয়া হয়।পরিবেশ অধিদপ্তর, রংপুর এর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS