Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mobile Court against unauthorised horn of vehicle
Details

২২ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখ রোজ বুধবার। জেলা প্রশাসন রংপুর ও পরিবেশ অধিদপ্তর, রংপুর এর যৌথ উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রংপুর জেলার সদর উপজেলার আরকে রোডের ইসলামবাগ এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে ০৩(তিন)টি গাড়িকে মোট ১১০০/-(এক হাজার একশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার ০৬(ছয়) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। জেলা প্রশাসন, রংপুর এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কাশপিয়া তাসরিন অভিযানে নেতৃত্ব প্রদান করেন ও পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন । পুলিশ বিভাগ, রংপুর এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন

Images
Attachments
Publish Date
22/09/2021
Archieve Date
24/09/2023