অদ্য ০৫ ডিসেম্বর ২০২০ খ্রি.। পরিবেশ অধিদপ্তরের সাথে রংপুর বিভাগের ইট প্রস্তুতকারক মালিক সমিতির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবেশ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ড. এ, কে, এম, রফিক আহাম্মদ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সম্মানিত পরিচালক জনাব মো: আবুল কালাম আজাদ ইটের বিবর্তন, ইট ভাটা দ্বারা পরিবেশ দূষণ, এ সম্পর্কিত আইনের বিবর্তন প্রভৃতি বিষয়ে সুন্দর উপস্থাপনা পেশ করেন এবং মহাপরিচালক মহোদয় ব্লক ইট নির্মাণ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলার ইট প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধিগণ বিভিন্ন দাবী তুলে ধরেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস