১৫-০২-২০২১ খ্রি. রোজ সোমবার। পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়, জেলা প্রশাসন, গাইবান্ধা ও র্যাব-১৩, গাইবান্ধা এর সম্মিলিত উদ্যোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০২(দুই) টি গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণের অপরাধে মোট ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং প্রায় ৫০০ কিলোগ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। জেলা প্রশাসন, গাইবান্ধা এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম ফয়েজ উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন এবং অত্র কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর, রংপুর এর পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস